হঠাৎ কেন মনে হলো
কাছের কেউ গেল দূরে,
হঠাৎ দেখি রাতেরই মতো
মেঘলা করে এলো যেন দুপুরে,
তবু অন্য কোথাও জানি
চাঁদ সূর্য তারা পারে,
তোর মাথা রাখা আছে আমার কাঁধে।
সময় ছিল ভেবেছিলাম
বুঝিনি দেরি হয়ে যাবে,
যাওয়ার আগে ভাবিনি কেউই
কথা বাকি রয়ে যাবে।
তবু অন্য কোথাও জানি
চাঁদ সূর্য তারা পারে,
তোর মাথা রাখা আছে আমার কাঁধে।
বলার বা না বলার ফাঁকে
এই চোখ তোমাকেই মাখে,
ঘুম ভাঙা সকাল বা রাতে
চুপ ঠোঁট তোমাকেই ডাকে।
তবু অন্য কোথাও জানি
চাঁদ সূর্য তারা পারে,
তোর মাথা রাখা আছে আমার কাঁধে।